
Valentines Day Bangla SMS (ভালবাসা দিবসের এসএমএস)
আমায় তুমি ভালোবাসো
আমিও কি কম?
সমান্তরাল ভালোবাসা
চলছে হরদম।
Happy Valentine’s DAY
-------------------------------
অল্প অল্প করে তুমি
এ হৃদয়ে প্রেম জাগালে,
তাইতো আমি পাগলের মতো
ভালোবাসি তোমাকে,
সারা জীবন তোমার সাথে
করতে চাই বসবাস।
Happy Valentine’s DAY
-------------------------------
তুমি আমার শুরু,
তুমি আমার শেষ,
তুমি আমার ভালোবাসার
সুখের যত রেশ।
Happy Valentine’s DAY
-------------------------------
যদি চাদঁ হতাম
সারা রাত পাহারা দিতাম!
যদি জল হতাম
সারা দেহ ভিজিয়ে দিতাম।
যদি বাতাস হতাম
তোমার কানে
চুপি চুপি বলতাম আমি
Happy Valentine’s DAY
-------------------------------
মনের ঘড়িতে বাজছে
অ্যালার্ম হয়েছে সময়,
ভেতর থেকে বলছে হৃদয়,
আজ ভালোবাসি তোমায়।
Happy Valentine’s DAY
-------------------------------
এসে গেলো ফেবরুয়ারী,
মন চায় প্রেমে পরি.
আমি এখন একা,
কবে পাবো তোমার দেখা..
কোথায় গেলে তোমায় পাই,
মন যে শুধু তোমায় চাই..
১৪ ফেবরুয়ারী
Gift টা যেনো আমি পাই..!!
-------------------------------
ফুল ফুল করোনা,
ফুল আমি দেবনা।
ফুল জদি পেতে হয়,
ভালবাসা দিতে হয়।
ভালবাসা দিয়ে দাউ,
ফুল তুমি নিয়ে নাউ।
ফুল নিয়া চলে যাও,
I Love You বলে দাও!
-------------------------------
মানুষের মাঝে আছে মন,
মনের মাঝে প্রেম,
প্রেমের মাঝে জীবন,
জীবনের মাঝে আশা,
আশার মাঝে ভালবাসা,
আর সেই ভালোবাসার
মাঝে শুধুই তুমি!
Happy Valentine’s DAY
-------------------------------
হাজার তারা চাইনা আমি,
একটা চাঁদ চাই,
হাজার ফুল চাইনা আমি
একটা গোলাপ চাই.
হাজার জনম চাইনা আমি
একটা জনম চাই,
সেই জনমে যেন শুধু
তোমায় আমি পাই
Happy Valentine’s DAY
-------------------------------
তোমার জন্য মেঘ গুলো
ভেসে যাচ্ছে আকাশে,
তোমার জন্য স্বপ্নঘুড়ি
উড়ছে ভেসে বাতাসে,
তোমার জন্য আছে আমার
বুক ভরা ভালোবাসা,
এই কথা জানে শুধু
আমার বিধাতা
-------------------------------
ভালবাসা মানে শুধুই তুমি
আর তোমাকে ঘিরে
চেনাজানা পাগলামি
-------------------------------
মানুষের জীবনে চাওয়ার
শেষ নেই।
স্বপ্নের সমাপ্তি নেই।
আকুলতার অন্তিম নেই।
আমার চাওয়া তুমি, স্বপ্ন তুমি।
আমার সব আকুলতা
শুধু তোমার মাঝে।
আমার জীবন
শুধু তোমাকে ঘিরে।
-------------------------------
তোমায় ভালোবাসা ছিলো
আমার জীবনের দ্বিতীয় শ্রেষ্ঠ কাজ,
আর প্রথমটি ছিলো তোমায় খুজে বের করা।
ভালোবাসি তোমায় এবং সর্বদা বাসবো,
আজ বললাম ও সারা জীবন বলবো।
হ্যাপি ভ্যালেন্টাইন ডে…
-------------------------------
তোমাকে অনুভব করেছি স্বপ্নে
তোমাকে অনুভব করেছি তৃষ্ণায়!!
তোমাকে অনুভব করেছি উদাসিনতায়!!
-------------------------------
“কৃষ্ণচূড়া রাধাচূড়া
আমি অনেক দেখেছি।
সব ভুলেছি যেদিন
তােমার প্রেমে মজেছি।”
-------------------------------
“ভালবেসে এই মন,
তোকে চায় সারাক্ষন।
আছিস তুই মনের মাঝে,
পাশে থাকিস সকাল সাঝেঁ।
কি করে তোকে ভুলবে এই মন,
তুই যে আমার জীবন।”
-------------------------------
“মেঘ চায় বৃষ্টি,
চাঁদ চায় নিশি,
মন বলে আমি তোমায়
অনেক ভালোবাসি!!”
-------------------------------
“ঘুমি ঘুমি স্বপ্ন দেখি
কত হাজার হাজার
তুমি শুধু আমার,
তুমি শুধু আমার,
তুমি শুধু আমার।”
-------------------------------
“ডালটি হলো সবুজ,
ফুলটি হলো লাল,
তোমার আমার ভালোবাসা
থাকবে চিরকাল।”
-------------------------------
“চোখের কি দোষ বলো,
ভালো লাগে তােমাকে,
মনের কি দোষ বলো
ভালোবাসি তােমাকে।”
-------------------------------
“তুমি রবে আমি রব,
আর রবে না কেউ।
Sms পাঠাবে তুমি উঠবে
প্রেমের ঢেউ।”
-------------------------------
তোমাকে ভেবে পৃথিবী আমার অদেখা তবু এঁকে যাই,
আমার ভেতর শুধু তুমি আর তো কিছু পায়নি ঠাই ।
" হ্যাপি ভ্যালেন্টাইন ডে "
-------------------------------
মনের মধ্যে প্রবহমান ঝর্না এনে দিলো ভালোবাসার বন্যা,
ভাসিয়ে নিলো বিস্রিতির ভেলা শুরু হলো ভালোবাসার খেলা ।
"হ্যাপি ভ্যালেন্টাইন ডে"
-------------------------------
তোমার জন্য স্বপ্ন দেখি তুমি আসবে বলে,
তোমার জন্য অপেক্ষায় আছি তুমি
ভালোবাসবে বলে ।
"হ্যাপি ভ্যালেন্টাইন ডে"
-------------------------------
তুমি সন্ধ্যা আকাশের সুখ তারা
রাতের আকাশে জসনা হয়ে দিও আমায় পাহারা
তুমি ভোরের স্নিগ্ধ মাতাল হাওয়া
যার স্পর্শে আমি হয়ে যাই দিশে হারা ।
"শুভ ভালোবাসা দিবস"
-------------------------------
তোমার এক চোখে রোদের আকাশ, অন্য চোখে ছায়া,
তোমার জন্য বুকের ভেতর বাড়ছে শুধু মায়া,
হৃদয় জুড়ে তোমার জন্য স্বপ্ন রাশি রাশি,
আমার চেয়ে তোমায় আমি বেশী ভালোবাসি ।
জানাই ভালোবাসা দিবসের শুভেচ্ছা ।
-------------------------------
মনেতে আকাশ হয়ে রয়েছো ছড়িয়ে,
বলনা কোথায় রাখি তোমায় লুকিয়ে ।
থাকি যে বিভোর হয়ে শয়নে স্বপনে ॥
যেও না হৃদয় থেকে দূরে হারিয়ে,
আমি যে ভালবাসি শুধু-ই তোমাকে ॥
"Happy Valentines day"
-------------------------------
একদিন দুজনে হাঁটব আবার উড়বে তোমার চুল,
একদিন শূন্য বাতাস ছুয়ে যাবে কৃষ্ণচুড়ার ফুল…
"Happy Valentine's day"
-------------------------------
নির্জনে বসে আছি একা
বুঝবে তুমি আমরা মনের ব্যাথা
ভালোবাসার অপরাধে হয় যদি ফাঁসি
তবুও বলবো আমি তোমায় ভালোবাসি
"হ্যাপি ভ্যালেন্টাইন ডে "
-------------------------------
জানিনা আমার এই মন কার জন্য অপেক্ষায় আছে
জানিনা কার মনে আমার জায়গা হবে
শুধু জানি আমার এ মন তার জন্য
যে আমাকে সারা জীবন ভালোবাসবে ।
ভালোবাসা দিবসের শুভেচ্ছা নিও ।
-------------------------------
তোমার যদি ভালো লাগে ভোরের ওই আকাশ
তবে তুমি সূর মেলাও পাখির মিষ্টি গানে
তোমার যদি ভালো লাগে মেঘলা ওই আকাশ
তবে তুমি মনকে ভাসাও মেঘের ভেলায়
তোমার যদি ভালো লাগে রাতের ওই আকাশ
তবে তুমি হারিয়ে যাও ওই তারার মেলায়
তোমার যদি ভালো লাগে শুধু আমায়
তবে তুমি চুপি চুপি জানিয়ে দিও তোমার ইশারায় ।।
বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা নিও ।
-------------------------------
স্বপ্ন ভেঙ্গে গেছে তো কি হয়েছে ?
স্বপ্ন আবার দেখো
মনের মানুষ চলে গেছে তো কি হয়ছে ?
মনের দরজা খুলে আবার বসে থাকবো
কেউ না কেউ তো আসবে আমার জীবনে
ভালোবাসার কথা বলবে আমাকে ।
-------------------------------
ভালোবাসি তোমায় আমি বলবো কতবার
বুঝালেও কেনো বুঝতে চাও না বলো একবার
ভালোবাসি তোমায় আমি আমার জীবনের চেয়ে বেশী
প্লিজ আমাকে বুঝতে চেষ্টা করো জান ।
-------------------------------
মনের মাঝে তুমি রয়েছো গো সজনী
হৃদয়ের রঙ দিয়ে রাঙ্গাবো তোমার পৃথিবী
আমার এই ছোট্ট মন এর ছোট্ট একটা আশা
তোমায় নিয়ে জীবনের বাকী পথ টা চলা ।
-------------------------------
তুমি এলে যেন অবাক শ্রাবণেরই সুখ পলক চোখের যাক থেমে,
দেখে ওই মুখ ভাসলো মেঘে পরাণ আমার, উদাসী মন কান পেতে
শুনতে পাবে বুকের কাঁপন।
"Happy valentines day"