জন্মদিনের কবিতা যা এক ধরণের ভালোবাসার বহিঃপ্রকাশ

জন্মদিনের কবিতা

জন্মদিনের কবিতা সাধারণত কারো জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখা হয়ে থাকে। অর্থাৎ কারো জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা, ভালোবাসা,স্নেহ অথবা জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যে কবিতা লেখা হয় তাকে জন্মদিনের কবিতা বলে। জন্মদিনের কবিতায় ভালোবাসার উপস্থিতিই বেশি। আসলে কারো জন্মদিনে শুভেচ্ছা জানানোই এক ধরণের ভালোবাসার বহিঃপ্রকাশ।

জন্মদিনের কবিতা

জন্মদিন 

রবীন্দ্রনাথ ঠাকুর

তোমরা রচিলে যারে

নানা অলংকারে

তারে তো চিনি নে আমি,

চেনেন না মোর অন্তর্যামী

তোমাদের স্বাক্ষরিত সেই মোর নামের প্রতিমা।

বিধাতার সৃষ্টিসীমা

তোমাদের দৃষ্টির বাহিরে।

কালসমুদ্রের তীরে

বিরলে রচেন মূর্তিখানি

বিচিত্রিত রহস্যের যবনিকা টানি

রূপকার আপন নিভৃতে।

বাহির হইতে

মিলায়ে আলোক অন্ধকার

কেহ এক দেখে তারে, কেহ দেখে আর।

খণ্ড খণ্ড রূপ আর ছায়া,

আর কল্পনার মায়া,

আর মাঝে মাঝে শূন্য, এই নিয়ে পরিচয় গাঁথে

অপরিচয়ের ভূমিকাতে।

সংসারখেলার কক্ষে তাঁর

যে-খেলেনা রচিলেন মূর্তিকার

মোরে লয়ে মাটিতে আলোতে,

সাদায় কালোতে,

কে না জানে সে ক্ষণভঙ্গুর

কালের চাকার নিচে নিঃশেষে ভাঙিয়া হবে চুর।

সে বহিয়া এনেছে যে-দান

সে করে ক্ষণেকতরে অমরের ভান–

সহসা মুহূর্তে দেয় ফাঁকি,

মুঠি-কয় ধূলি রয় বাকি,

আর থাকে কালরাত্রি সব-চিহ্ন-ধুয়ে-মুছে-ফেলা।

তোমাদের জনতার খেলা

রচিল যে পুতুলিরে

সে কি লুব্ধ বিরাট ধূলিরে

এড়ায়ে আলোতে নিত্য রবে।

এ কথা কল্পনা কর যবে

তখন আমার

আপন গোপন রূপকার

হাসেন কি আঁখিকোণে,

সে কথাই ভাবি আজ মনে।

--------------------------

জন্মদিন আসে বারে বারে  

রবীন্দ্রনাথ ঠাকুর

জন্মদিন আসে বারে বারে

মনে করাবারে–

এ জীবন নিত্যই নূতন

প্রতি প্রাতে আলোকিত

পুলকিত

দিনের মতন।

--------------------------

আমার এ জন্মদিন 

রবীন্দ্রনাথ ঠাকুর

আমার এ জন্মদিন-মাঝে আমি হারা

আমি চাহি বন্ধুজন যারা

তাহাদের হাতের পরশে

মর্ত্যের অন্তিম প্রীতিরসে

নিয়ে যাব জীবনের চরম প্রসাদ,

নিয়ে যাব মানুষের শেষ আশীর্বাদ।

শূন্য ঝুলি আজিকে আমার;

দিয়েছি উজাড় করি

যাহা-কিছু আছিল দিবার,

প্রতিদানে যদি কিছু পাই

কিছু স্নেহ, কিছু ক্ষমা

তবে তাহা সঙ্গে নিয়ে যাই

পারের খেয়ায় যাব যবে

ভাষাহীন শেষের উৎসবে।

--------------------------

জন্মদিন

রেদোয়ান মাসুদ

এসেছে জন্মদিন এক বছর পরে,

দোয়া করি হৃদয় থেকে মন ভরে,

সারা জীবন থেকো যেন হাসি মুখে।

জন্মদিনের শুভেচ্ছা জানাই তোমায় এবারে

হাসি মুখে গ্রহণ কর হৃদয়ের তরে।

--------------------------

আজ জন্মদিন তোমার

প্রিন্স মাহমুদ

আজকের আকাশে অনেক তারা,

দিন ছিল সূর্যে ভরা,

আজকের জোছনাটা আরো সুন্দর,

সন্ধ্যাটা আগুন লাগা।

আজকের পৃথিবী তোমার জন্য

ভরে থাকা ভালো লাগা,

মুখরিত হবে দিন গানে গানে

আগামীর সম্ভাবনা।

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ

শুভেচ্ছা তোমায়,

তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর

উচ্ছল দিন কামনায়।

আজ জন্মদিন তোমার।

তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল

তোমার জন্য হাসে অনরল স্নিগ্ধ বিকেল

ভালবাসা নিয়ে নিজে তুমি,

ভালোবাসো সব সৃষ্টিকে।

ভালবাসা নিয়ে নিজে তুমি,

ভালোবাসো সব সৃষ্টিকে।

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ

শুভেচ্ছা তোমায়,

তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর

উচ্ছল দিন কামনায়।

আজ জন্মদিন তোমার।

তোমার জন্য ফোঁটা পৃথিবীর সব গোলাপ,

তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ।

আলোকিত হয়ে নিজে তুমি,

আলোকিত কর পৃথিবীকে।

আলোকিত হয়ে নিজে তুমি,

আলোকিত কর পৃথিবীকে।

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ

শুভেচ্ছা তোমায়,

তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর

উচ্ছল দিন কামনায়।

আজ জন্মদিন তোমার।

আজকের আকাশে অনেক তারা,

দিন ছিল সূর্যে ভরা,

আজকের জোছনাটা আরো সুন্দর,

সন্ধ্যাটা আগুন লাগা।

আজকের পৃথিবী তোমার জন্য

ভরে থাকা ভালো লাগা,

মুখরিত হবে দিন গানে গানে

আগামীর সম্ভাবনা।

তুমি এই দিনে পৃথিবীতে এসেছ

শুভেচ্ছা তোমায়,

তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর

উচ্ছল দিন কামনায়।

আজ জন্মদিন তোমার।

--------------------------

শুভ জন্মদিন 

রেদোয়ান মাসুদ

শুভ জন্মদিন, শুভেচ্ছা তোমায়

সারাক্ষণ মুখখানি থাকুক হাসিময়,

একবিন্দু জলও না আসুক চোখের কোনায়

স্বপ্নআঁকা হৃদয়টি থাকুক গতিময়,

ভালো থাকুক প্রিয়জন সবসময়

এই কথা লিখে দিলাম প্রার্থনার খাতায়।

Next Post Previous Post