কদম ফুল নিয়ে যেসব কবিতা আছে

কদম নিয়ে কবিতা

কবিতা পড়তে পছন্দ করে অনেকেই এর মঝে অনেকেই সংগ্রহ করতে চায়। তারা কদম নিয়ে কবিতা খোঁজ করছে। তারা এই পোস্টে কদম ফুল নিয়ে কবিতা সংগ্রহ করতে পারবে। আমরা এই পোস্টে কদম ফুল নিয়ে ভালো কবিতা তুলে ধরেছি।

বাদল দিনের প্রথম কদম ফুল

রবীন্দ্রনাথ ঠাকুর

বাদল-দিনের প্রথম কদম ফুল করেছ

দান,

আমি দিতে এসেছি শ্রাবণের গান ।

মেঘের ছায়ায়

অন্ধকারে রেখেছি ঢেকে তারে

এই-যে আমার সুরের ক্ষেতের প্রথম

সোনার ধান ।।

আজ এনে দিলে, হয়তো দিবে না কাল-

রিক্ত হবে যে তোমার ফুলের ডাল।

এ গান আমার শ্রাবণে শ্রাবণে তব

বিস্মৃতিস্রোতের প্লাবনে

ফিরিয়া ফিরিয়া আসিবে তরণী বাহি তব

সম্মান।

------------------------

কদম ফুল

হাবিবুর রহমান নিরব

কদম ফুলের রূপের বাহার

কদম গাছের ডালে,

নূপুর পায়ে রিনিঝিনি শব্দে

বৃষ্টি নাচে টিনের চালে।

বর্ষার দিনে ঐ খালে বিলে

পানি উপছে পড়ে,

কদম ফুলের মিষ্টি গন্ধে

মনটা পাগল করে।

ভালো লাগে মন মাতানো

টাপুর টুপুর বৃষ্টি,

সুন্দার এই সবুজ সমারহ

আল্লাহ করছে সৃষ্টি।

সবুজ পাতার ফাঁকে কদম

দেখতে চমৎকার,

বর্ষায় কদম ফুলের রূপে

মন কারে সবার।

হলুদ সাধা শত রেনু ভরা

একটি কদম ফুল,

যতবার দেখি ভালো লাগে

আমি হই ব্যাকুল।

কিছু কদম ফুল হাতে নিয়ে

তোমার অপেক্ষায়,

প্রিয়া তুমি আসবে কি গো

কোন এক বর্ষায়।

Next Post Previous Post