প্যারাসুট নারিকেল তেলের উপকারিতা

প্যারাসুট নারিকেল তেলের উপকারিতা

চুলের রুক্ষতা ও শুষ্কতা কমাতে নারিকেল তেল সাহায্য করে। আমাদের দেশে সবচেয়ে জনপ্রিয় এবং সহজলভ্য ব্র্যান্ড হলো প্যারাসুট নারিকেল তেল। এই তেলে বাড়তি উপাদান হিসাবে ব্যবহার হয় মেথি, আমলকি এবং অ্যালোভেরা জেল যা চুলের জন্য ভীষণ উপকারী।

প্যারাসুট নারিকেল তেলের উপকারিতা

প্যারাসুট নারিকেল তেল-এর রুট অ্যাপ্লাইয়ারের মাধ্যমে বাড়তি ঝামেলা ছাড়াই চুলে তেল দেয়া যায় খুব সহজেই। তাই এই তেলটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন অনেকেই। ব্যবহারকালে, তেলটি চুলে ভালোভাবে ম্যাসাজ করে কিছুক্ষন রেখে দিতে হবে, তারপর শ্যাম্পু করে ফেলতে হবে।  

প্যারাসুট নারিকেল তেল-এর ইউনিক রুট এপ্লাইয়ার-এর সাহায্যে, সহজেই চুলের গোঁড়ায় তেল দেওয়া যায়। রুট এপ্লাইয়ার দিয়ে তেলটি প্রয়োগ করার ফলে খুব কম সময়ে সমানভাবে তেলটি চুলের গোঁড়ায় প্রবেশ করে। এই তেলটি চুলকে ভিতর থেকে ময়েশ্চারাইজ করে চুলের ড্যামেজ ভাবকে খুব সহজেই দূর করে চুল পড়া কমায় মাত্র ৪৫ দিনে। সেই সাথে চুলের শুষ্কতা ও রুক্ষতা দূর করে চুলকে করে তোলে আরও সুন্দর ও মজবুত।  

Next Post Previous Post