মেডিকেল শ্যাম্পু - যেগুলো দ্বারা সবচেয়ে বেশি উপকার পাবেন

মেডিকেল শ্যাম্পু

চুলের জন্য সবচেয়ে উপযোগী শ্যাম্পু বেছে নিতে হবে। একটি শ্যাম্পু ব্যবহার করে লক্ষ্য করতে হবে চুলের ওপর সেটির প্রভাব কেমন ও ভালো কাজ দিচ্ছে কিনা। এভাবে নিজেই বুঝতে পারবেন কী ধরনের শ্যাম্পু চুলের জন্য দরকার। তবে কিছু শ্যাম্পু আছে যেগুলো মেডিকেল বিজ্ঞান মেনে করা হয়। এমন কিছু শ্যাম্পুর কথা আজ আপনাদের সাথে শেয়ার করছি। 

মেডিকেল শ্যাম্পু

  • সিলেক্ট প্লাস (square) 

  • ড্যানসেল (incepta) 

  • রিসলভ (beximco)

  • Minox anti hairloss 5% shampoo

  • Neutrogena t/জেল থেরাপিউটিক শ্যাম্পু আসল ফর্মুলা, চুলকানি ফ্ল্যাকিং স্ক্যাল্প দীর্ঘস্থায়ী ত্রাণের জন্য অ্যান্টি-ড্যানড্রাফ ট্রিটমেন্ট-250 ml

  • Selsun Medical Treatment For Dandruff Shampoo (INDIAN) - 12Oml

চুলের ধরন অনুযায়ী চুলের জন্য ভালো শ্যাম্পু

চুলের স্বাস্থ্য বজায় রাখতে ও চুলের যত্ন যথাযথভাবে নিতে কী ধরনের উপাদানসমৃদ্ধ শ্যাম্পু দরকার, তা বুঝে নেয়া প্রয়োজন। প্রোটিনসমৃদ্ধ শ্যাম্পু যেমন 'এগ প্রোটিন' শ্যাম্পু শুষ্ক চুলের জন্য ভালো। আমলাসমৃদ্ধ শ্যাম্পু ভালো শুষ্ক ও মিশ্র প্রকৃতির চুলের জন্য। আর তৈলাক্ত চুলের জন্য এমন শ্যাম্পু এড়িয়ে চলতে হবে, যেগুলো অতিরিক্ত পুষ্টি দেয়। যেমন আমন্ড বাদাম সমৃদ্ধ যে কোনো শ্যাম্পু, তেল, কন্ডিশনার এড়িয়ে চলুন, না হলে তৈলাক্ত চুলে ঝরঝরে ভাব আসবে না। অনেকেই চুলের রঙ করেন, রঙ করা চুলের জন্য বাজারে বিশেষ ধরনের শ্যাম্পু পাওয়া যায়। সেটা ব্যবহার করাই ভালো হবে। চুলে খাপ খেয়ে গেলে ভেষজ শ্যাম্পুগুলোও ব্যবহার করতে পারেন।

Next Post Previous Post