চন্দন ও মুলতানি মাটির ব্যবহার

চন্দন ও মুলতানি মাটির ব্যবহার

চন্দনের গুঁড়োর সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে বানিয়ে নিতে পারেন আপনার পছন্দের ফেসপ্যাক। আসলে এই চন্দের গুঁড়ো আপনার ত্বকের জন্য খুবই ভালো। ত্বকের নানা সমস্যা সারিয়ে তুলতে বেশ কাজে দেয়। মুখে ব্রণর সমস্য়া থাকলে এই ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।

কীভাবে ব্যবহার করবেন

একটি পাত্র নিন। তাতে এক টেবিল চামচ মুলতানি মাটি নিতে হবে। তাতে অর্ধেক চামচ চন্দনের গুঁড়ো মিশিয়ে নিন। আপনি এর সঙ্গে স্যান্ডাল উড অয়েলও ব্যবহার করতে পারেন। ২-৩ ফোঁটাই ব্যবহার করবেন। তবে সেটা অপশনাল। নাও ব্যবহার করতে পারেন। এরপর একটি পেস্ট বানিয়ে নিন। সেটি আপনার মুখে, গলায় ও ঘাড়ে লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন। সপ্তাহে ১-২বারের ব্যবহার কররতে পারেন। অতিরিক্ত ব্যবহারে লাভ হবে না, ক্ষতি হবে।  

মুলতানি মাটির সম্পর্কে জানুনঃ 

১. মুলতানি মাটির ৯ টি চমৎকার উপকারিতা

২. মুলতানি মাটি ও গোলাপ জলের ব্যবহার

৩. মুলতানি মাটি দিয়ে ব্রণ দূর করার নিয়ম

৪. মুলতানি মাটি চেনার উপায় এবং কোথায় পাবেন

৫. মুলতানি মাটি ব্যবহারের কার্যকরী নিয়ম

৬. মুলতানি মাটি দিয়ে ফর্সা হওয়ার উপায় 

Next Post Previous Post